অন্তর্বর্তী সরকারের সময় বদলী, পদোন্নতি, বাধ্যতামূলক অবসরের চলমান প্রক্রিয়ার মধ্যে পুলিশের ছয় কর্মকর্তা অতিরিক্ত মহাপরিদর্শক (আইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন।
বুধবার (২রা অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
অতিরিক্ত আইজি হওয়া কর্মকর্তারা হলেন- পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) মো. শাহ আলম, পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. আলমগীর আলম ও মো. দেলোয়ার হোসেন মিঞা এবং সরদা পুলিশ একাডেমির ডিআইজি মো. আবদুল্লাহ আল মাহমুদ।
এছাড়াও রয়েছেন পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মো. মতিউর রহমান এবং পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি (ডিআইজি হিসাবে পদোন্নতিপ্রাপ্ত) সরদার তমিজ উদ্দিন আহমেদ।