dainik rswadesh
- ৯ মার্চ, ২০২৫ / ৩৯ বার পঠিত

সম্রাট আকবরঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্ত্রী সহ পবিত্র ওমরাহ হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন ।
শনিবার (৮ মার্চ) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলার একটি বিমানে করে অধ্যাপক মামুন মাহমুদ ও তাঁর স্ত্রী বদরুন নাহার বাবলি সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন। ওমরাহ শেষে ১৭ মার্চ তাঁরা দেশে ফিরবেন বলে জানিয়েছেন মামুন মাহমুদ।
এসময় তিনি বলেন, আমি পবিত্র ওমরা হজ্ব পালনের জন্য পবিত্র মক্কা নগরীতে যাচ্ছি। আমি দলীয় নেতাকর্মীসহ নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া চাচ্ছি। দোয়া করবেন যেন আমি পবিত্র ওমরাহ হজ্ব পালন শেষে সহি সালামতে আপনাদের মাঝে ফিরে আসতে পারি।
আমি পবিত্র ওমরা পালন কালে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য এবং নারায়ণগঞ্জবাসী ও বিএনপির নেতাকর্মীদের জন্য দোয়া করবো। আপনারাও আমার জন্য দোয়া করবেন