সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:০৬ অপরাহ্ন

ডিএমপির নতুন কমিশনার মাইনুল হাসান

পুলিশের শীর্ষ পদে পরিবর্তনের অংশ হিসেবে আদেশের কয়েক ঘণ্টার মধ্যেই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মো. মাইনুল হাসান যোগ দিয়েছেন।

বুধবার দুপুরে তিনি দায়িত্ব নিয়েছেন বলে এক ক্ষুদে বার্তায় জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ।

বার্তায় বলা হয়, “নতুন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান যোগদান করেছেন। তিনি ঢাকা মহানগর এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় ডিএমপির সকল সদস্য এবং নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।”

গণ আন্দোলনে ক্ষমতার পালাবদলের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন ভেঙে পড়েছে, তখন পুলিশের শীর্ষ পদে পরিবর্তন আনা হচ্ছে।

সেই ধারাবাহিকতায় মঙ্গলবার মধ্যরাতে প্রথমে সরিয়ে দেওয়া হয় পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুনকে।

তার সঙ্গে চুক্তি বাতিল করে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলামকে পুলিশ বাহিনীর নেতৃত্বে আনা হয়।

এরপর বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে সরিয়ে সেই জায়গায় চলতি দায়িত্ব দেওয়া হয় সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত