নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হকের বদলির আদেশ বাতিলে আনন্দিত নারায়ণগঞ্জবাসী। মাহমুদুল হক নারায়ণগঞ্জে যোগদানের পর থেকে ব্যাপক আলোচনা এসেছেন। তিনি সততা ও দক্ষতায় নারায়ণগঞ্জবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেন। নারায়ণগঞ্জের ডিসি মাহমুদুল হকের বদলির খবরে নারায়ণগঞ্জবাসীর অন্তরে রক্তক্ষরণ হয় বলে জানান তারা। তারা এমন একজন ডিসিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন। মাহমুদুল হকের বদলির আদেশ বাতিলে কর্তৃপক্ষকে সাধুবাদ জানান।
ডিসি মাহমুদুল হকের বদলি আদেশ বাতিলের তথ্য (৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়। এর আগে গত ৩০ ডিসেম্বর কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
নারায়ণগঞ্জে মাহমুদুল হক দায়িত্ব গ্রহণের পর থেকেই তার দক্ষতা, মানবিকতা ও পেশাদারিত্বের জন্য সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তিনি বিশেষভাবে আলোচনায় আসেন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নারায়ণগঞ্জের অস্থিতিশীল পরিস্থিতি দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করার জন্য। সেসময় তিনি ঠান্ডা মাথায় সুকৌশলী সিদ্ধান্ত নিয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করেন।