মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০২:১১ অপরাহ্ন
চাঁদপুর প্রতিনিধি ঃ
চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নে নিরীহ পরিবারের উপর হামলা এবং বসতবাড়ি ভাংচুর করা হয়েছে বলে হারুন শেখ ও তার পুত্র সুজন শেখের বিরুদ্ধে অভিযোগ উঠেছে । গত ৮ই এপ্রিল মঙ্গলবার গোবিন্দিয়া গ্ৰামের দেওয়ান বাড়ীতে এই ঘটনা ঘটে। হামলায় দেওয়ান বাড়ীর জসিম দেওয়ানের স্ত্রী রুমা আক্তার (৩০), বৃদ্ধ মা এবং প্রতিবেশী মুক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম এবং পিটিয়ে আহত করা হয়।
স্থানীয় মৃত হাজী ফজলুর রহমান বেপারীর ছেলে টেলু বেপারীর(১৩নং হানারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক) নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে আহতরা অভিযোগ করেন। এই ঘটনায় আহত রুমা আক্তার বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত স্ত্রী রুমা আক্তার অভিযোগ পত্রে উল্লেখ করেন, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দা টেলু বেপারীর নেতৃত্বে হারুন শেখ, দেলোয়ার হোসেন বেপারী, সুজন শেখ, আলী আহম্মদ প্রঃ বাবু বেপারী, নান্টু বেপারী ও মিন্টু বেপারী শহ অজ্ঞাতনামা ৭/৮ জন দেশীয় অস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে আমার বসত বাড়ীতে প্রবেশ করে তারা অতর্কিত ভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে। তারা ধারালো চাপাতি দিয়ে আমার মাথায় কোপ দেয়। এরপর আমাকে মাটি তে ফেলে বিবস্ত্র করে শ্লীলতা হানির চেষ্টা করে।আট আনা ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায়।
এলাকাবাসী জানান দুর্নীতির অভিযোগে তিতাস কর্তৃপক্ষ হারুন কে সাময়িক বরখাস্ত করেন। তবুও এলাকায় তিনি নীরিহ মানুষের উপর বিভিন্ন ভাবে অত্যাচার করে। তাই হারুন এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।