মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রেজাউল করিম কে ডিবি প্রধান কে সরিয়ে দেওয়া হয়েছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান কারামুক্ত  রূপগঞ্জের দুই সাব-রেজিস্ট্রারের বিদায় সংবর্ধনা বিএনপি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে : মামুন মাহমুদ রূপগঞ্জ পূর্বাচল উপশহরে যুবকের মরদেহ উদ্ধার সিদ্ধিরগঞ্জে চোরাই তেলসহ বিএনপি ও কৃষকদল নেতাকে আটক করে ছেড়ে দিল পুলিশ রূপগঞ্জের পূর্বাচল রাজস্ব সার্কেলের বিতর্কিত এসিল্যান্ডের বদলি ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ সমাবেশ তিতাসের সাময়িক বরখাস্ত কর্মকর্তা হারুন শেখ ও তার ছেলে এবং শ্যালকের বিরুদ্ধে হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ সিদ্ধিরগঞ্জে সাংবাদিকের মটরসাইকেল  চুরি, ৭ দিনেও উদ্ধার না হওয়ায় ক্ষোভ 

নতুন নির্বাচন কমিশন নাসির উদ্দীনের নেতৃত্বে

প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন।

নবগঠিত এই কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন আরও চারজন। তারা হলেন— সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাসির উদ্দীন গণমাধ্যমকে বলেন, ‘অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার, তা তা করব ইনশাআল্লাহ। এ দায়িত্ব যখন আসছে, আমাদের সুষ্ঠুভাবে পালন করতে হবে সবার সহযোগিতা নিয়ে।’

এর আগে নির্বাচন কমিশন গঠনের জন্য একটি সার্চ কমিটি গঠন করে অন্তর্তর্বী সরকার। সেই কমিটির প্রস্তাব করা নামের তালিকা থেকে রাষ্ট্রপতি এই পাঁচজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার হিসেবে বেছে নেন।

দেশের চতুর্দশ সিইসি হিসেবে নিয়োগ পাওয়া নাসির উদ্দীন এক সময় ছিলেন তথ্য সচিব। অন্তর্বর্তী সরকার সম্প্রতি তাকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব দিয়েছিল। এবার তাকে দেওয়া হল নির্বাচন কমিশনের দায়িত্ব।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত