মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম

নাসিক ২নং ওয়ার্ডে চাঁদাবাজির প্রতিবাদ করায়  দফায় দফায় হামলা- ভাংচুর, আহত-৩

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজীর প্রতিবাদ করায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপর দফায় দফায় হামলা চালানোর অভিযোগ উঠেছে নাসিক ২নং ওয়ার্ড বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করে লুটপাট এবং একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। হামলায় একজন গুরুতর আহতসহ ৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের ২ নং ওয়ার্ডের সাহেবপাড়া পঞ্চায়েতের মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায়  রাতে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম চৌধুরী বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বিবাদীরা  হলো, সিদ্ধিরগঞ্জের ২ নং ওয়ার্ড এলাকার মোক্তার হোসেন (৪০) , পলাশ (৪০), জসিম(৩৫), আসাদুল(৩২), মাইচ্ছা জাহিদ(৩৪), চটপটি নাজমুল(৩০), মিলন(৩০), সাইদুল(২৮), প্রান মারুফ(২৪), ড্রাইভার বাপ্পি(৪২), আজহারুল ইসলাম নিপু(৩৬), জীবন পাকিস্তানী(২৮), ইমরান(৩০) ও কামরান(২২),সকলের পিতা অজ্ঞাত।
অভিযোগ বাদী উল্লেখ করে  , অভিযুক্তরা দীর্ঘদিন যাবৎ সানারপাড়, মৌচাক, সাইনবোর্ড সহ আশেপাশের বিভিন্ন এলাকায় জোর পূর্বক বিভিন্ন দোকানীর নিকট হতে চাঁদা দাবী করে। এমতাবস্থায় বিষয়টি আমি সহ এলাকার লোকজন বিবাদীদেরকে বাধা প্রদান করিলে বিবাদীগন ক্ষিপ্ত হয়ে আমাকে সময় সুযোগমত পাইলে খুন জখম করবে বলে হুমকি প্রদান করে। এরইজের ধরে বৃহস্পতিবার  ১২টার দিকে সাইনবোর্ড মিতালী মার্কেট সংলগ্ন পঞ্চায়েতের মোড়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে উপরোক্ত বিবাদীগন সহ অজ্ঞাত নামা আরো ৪০/৫০ জন  দেশীয় অস্ত্রশস্ত্র  নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানের ভিতর প্রবেশ করে কম্পিউটার সেট, প্রিন্টার মেশিন ও ক্যাশ টেবিল  ভাঙ্গচুর করে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এমনকি  আমার ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ ভেঙ্গে ক্যাশের ভিতর থাকা ১ লাখ ৯০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় এবং  আমার একটি আরটিআর এপাচি-১৬০ মডেল এর মটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়া ১ লাখ ৫৩ হাজার টাকার ক্ষতি সাধন করে।  তখন আশে-পাশের লোকজন সহ আমার এলাকার ছোট ভাই আসিফুর রহমান (২৪) এগিয়ে এসে বিবাদীদেরকে বাঁধা প্রদান করলে বিবাদীগন তাকে মারধর করে শরীরের বিভিন্নস্থানে জখম করে। বিবাদী আসাদুলের হাতে থাকা ধারালো রামদা দিয়ে আসিফকে এলোপাথারী হত্যার উদ্দেশ্যে কোপাইয়া ঘাড়ে এবং ডান গাল, পিঠ ও গালে গুরুতর  রক্তাক্ত জখম করে। এ সময় আশে-পাশে লোকজন আগাইয়া আসতে থাকলে বিবাদীগন পালাইয়া যায়। পরবর্তীতে পূনরায় বেলা আনুমানিক দেড়টার দিকে  উপরোক্ত সকল বিবাদীগন সহ অজ্ঞাত নামা আরো ৪০/৫০ জন বিবাদী মিজমিজি মৌচাক ক্যানালপাড় এলাকায় আমার বর্তমান ভাড়া বাসায় প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে এবং  আমার মায়ের গলায় থাকা দেড় লাখ টাকা মূল্যের দেড় ভরি ওজনের স্বর্ণের ১টি চেইন নিয়ে যায়। আমি সংবাদ পাইয়া ঘটনাস্থলে গেলে বিবাদীগন আমাকে সময় সুযোগমত পাইলে খুন করিয়া আমার লাশ গুম করিয়া ফেলিবে বলে হুমকি দিয়ে চলে যায়। পরে আসিফকে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাই।
উপরোক্ত বিষয়ে  মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু বলেন, বুধবার রাতে বিভিন্ন ব্যবসায়ীরা আমাদের কর্মীদের কাছে চাঁদা দাবি ও হুমকি-ধমকির বিষয়গুলো জানায়। জানতে পেরে আমার কর্মীরা কাউকে চাঁদা দিতে নিষেধ করায় ক্ষুব্ধ হয়ে তারা আজ হামলা চালিয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ  (ওসি) আল মামুন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত