মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম

নাসিক ৩নং ওয়ার্ড বিএনপি নেতা তাজুল ইসলামের মৃত্যুতে রিয়াজুল ইসলামের শোকবার্তা 

সম্রাট আকবরঃ 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ থানাধীন ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সম্পাদক তাজুল ইসলাম (৫৪) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি  ওয়া ইন্নাইলাহির রাজিউন)। সোমবার ( ৩১ মার্চ)  সন্ধ্যা ৬টায় সানারপাড় লন্ডন মার্কেটস্থ নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
তাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় রিয়াজুল ইসলাম বলেন, তাজুল ইসলাম বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক এবং দলের একজন নিবেদিত নেতা ছিলেন। দীর্ঘদিন শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি  ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতেন। তাজুল ইসলাম সামাজিকভাবে একজন ভালো মানুষ ছিলেন।

তার মৃত্যুতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির একজন সৈনিককে হারালাম।বিএনপি নেতা তাজুল ইসলামের মৃত্যুতে আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপি গভীর শোক এবং তার পরিবার পরিজনের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা তাজুল ইসলামকে জান্নাতুল ফেরদাউস দান করুন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত