বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০১:৪০ অপরাহ্ন

পুলিশ বাহিনীর আদর্শতার প্রতিচ্ছবি অতিরিক্ত আইজিপি আবু নাছের মোহাম্মদ খালেদ

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের  ৫ই আগস্ট সরকার পতনের পর নাজেহাল অবস্থায় পড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এমন অবস্থায় দেশে চুরি, ছিনতাই, হত্যাসহ নানা ধরনের অপরাধ মূলক কর্মকান্ড বেড়ে যায়। পুলিশের মনোবল বৃদ্ধির জন্য নেওয়া হয় নানা উদ্যোগ। সে মূহুর্তে পুলিশের হাল ধরতে এগিয়ে আসেন ফেনী জেলার কৃতি সন্তান পুলিশ বাহিনীর গর্ব অতিরিক্ত আইজিপি আবু নাছের মোহাম্মদ খালেদ।

বাংলাদেশের আপামর জনসাধারন নিজেদের জানমাল এর সর্বোচ্চ নিরাপত্তার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীর উপরই তাদের সকল আস্থা। এই পুলিশ বাহিনীর প্রতিটি সংগ্রামী সদস্য নিজেদের সবটুকু দিয়ে তাদের প্রতি অর্পিত দায়িত্ব পালন করতে সদা তৎপর। পুলিশ বাহিনীর সদস্যরাও কারো না কারো পদাঙ্ক অনুসরন করে এবং তাকেই কর্মক্ষেত্রের আদর্শ মনে করে। তেমনই একজন অনুস্মরনীয় মানুষ হলেন অতিরিক্ত আইজিপি . আবু নাছের মোহাম্মদ খালেদ।

ছোটবেলা থেকেই তাঁর হৃদয়ে ন্যায় ও সততার বীজ বপন হয়েছিলো। জনকল্যানে নিজেকে নিয়োজিত রাখাই ছিলো তাঁর জীবনের একমাত্র লক্ষ্য। সাফল্যে ভরা শিক্ষাজীবন এ ১৫ তম (বিসিএস) এ বাংলাদেশ পুলিশের এএসপি হিসেবে উত্তীর্ন হন আবু নাছের মোহাম্মদ খালেদ।

যোগদানের পর থেকেই শুরু হয় তাঁর অন্যায়ের বিরুদ্ধে বিরামহীন ছুটেচলা। অপরাধীদের জন্য তিনি হয়ে উঠেন ত্রাস। সাধারনের জন্য তিনি যতটা কোমল , সমাজের সকল অন্যায়, অপরাধ সমৃলে উৎপাটন করতে তিনি ততটাই কঠোর। তিনি শুধুমাত্র নিজেই কাজ করে যাননি, তাঁর অধীনস্থ কর্মকর্তাদের তিনি সব সময় সঠিক দিকনির্দেশনা দিয়েছেন। তাই তাঁর অধীনে থাকা সকলের জন্য তিনি পথপ্রদর্শক। তিনি এই পর্যন্ত যতগুলো জেলায় কর্মসূত্রে বদলি হয়েছিলেন, সব জায়গাতেই তিনি সুনামের সাথে অর্পিত দায়িত্ব পালন করেছেন। এবং অল্পদিনের মধ্যেই সকলের হৃদয়ে ঠাঁই করে নিতেন। তিনি নির্ভীক ভাবে তাঁর কর্মক্ষেত্রে নিজেকে নিয়োজিত রেখেছেন।

তিনি বর্তমানে ঢাকায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন

শুধুমাত্র কর্মক্ষেত্রেই নয় কর্মক্ষেত্রের বাইরে গিয়েও তিনি গরীব, দুঃখীদের সাধ্যমত সহায়তা সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত। একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা হিসেবে নয় নিজেকে একজন সাধারন মানুষের মতো মনে করেই তিনি কাজ করে যাচ্ছেন বলে জানা যায়। তাইতো তিনি আজ জনপ্রিয়তার স্বর্নশিখরে অবস্থান করছেন। পুলিশ বাহিনীতে তাঁর মত একজন কৃতি সন্তানকে পেয়ে ফেনীবাসী গর্বিত। বাংলাদেশ পুলিশ বাহিনীর অনেক সদস্যরা বলেন, তাঁর অধীনে কাজ করতে পেরে নিজেদের গর্বিত মনে করেন।

অতিরিক্ত আইজিপি আবু নাছের মোহাম্মদ খালেদ স্যার পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যেদের যেভাবে দিকনির্দেশনা প্রদান করেন তা প্রশংসনীয়। পুলিশ সদস্যরা আরো বলেন, স্যার একজন সৎ, সাহসী ও পুলিশ বান্ধব একজন অফিসার। এমন অফিসার আমাদের
পাওয়া সৌভাগ্যের ব্যাপার। আমরা স্যারের সু-স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।

নারায়ণগঞ্জে ফেনীর অবস্থানরত বাসিন্দারা বলেন, আমরা ফেনীবাসী আবু নাছের মোহাম্মদ খালেদের সফলতা কামনা করি এবং তিনি আরো উচ্চ পদস্থানে গিয়ে ফেনীবাসীর মুখ উজ্জ্বল করবেন এটাই আমাদের প্রত্যাশা।

আবু নাছের মোহাম্মদ খালেদ পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পদন্নোতি পেয়ে অতিরিক্ত আইজিপি হয়ে তিনি সদর দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

ফেনীর কৃতি সন্তান অতিরিক্ত আইজিপি আবু নাছের মোহাম্মাদ খালেদ একজন সৎ ও দক্ষ কর্মকর্তা হিসেবে পুলিশ বাহিনীতে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেনীতে প্রথম স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন। এরপর ১৫তম বিসিএস পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। আবু নাছের মোহাম্মদ খালেদের পৈত্রিক বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দুধমুখা এলাকায়।

ফেনীবাসী আবু নাছের মোহাম্মদ খালেদের মত এমন একজন সৎ নিষ্ঠাবান ও সাহসী পুলিশ পেয়ে খুব আনন্দিত ও গর্বিত। নারায়ণগঞ্জ অবস্থানরত ফেনীবাসী তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

তিনি যেভাবে নির্ভীকভাবে আদর্শ ও সততার সহিত দায়িত্ব পালন করে যাচ্ছেন, তাকে আদর্শ মনে করে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা যদি তাদের প্রতি অর্পিত দায়িত্ব পালন করেন তাহলে বাংলাদেশ একদিন অপরাধ শূন্য দেশে পরিনত হবে বলে মনে করেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত