নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক ও ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর মাতা জনাবা মনোয়ারা বেগম বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ৭টায় বার্ধক্যজনিত অসুস্থতায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। শহীদুল ইসলাম টিটুর প্রানপ্রিয় মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আল্লাহ তায়ালার জন্ম-মৃত্যুর বিধান অনুসারে সবাইকেই যথাসময়ে মৃত্যুবরণ করতে হবে, তথাপি সন্তানের কাছে পিতা-মাতার মৃত্যু অত্যন্ত কষ্টের। আমাদের রাজনৈতিক সহ-যোদ্ধা শহীদুল ইসলাম টিটুর প্রানপ্রিয় মায়ের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার পরিজন, আত্মীয় স্বজনদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। মরহুমার রুহের মাগফেরাত কামনা করছি।
মহান আল্লাহ তায়ালা টিটু এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি প্রদান করুন এবং মরহুমাকে বেহেশত নসিব করুন।