সারাদেশে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশনা অনুযায়ী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ ফেনীতে বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ সহায়তা পাঠান।
সোমবার (২৬ আগস্ট) সকালে চিটাগাং রোড থেকে দলীয় নেতাকর্মীদের দিয়ে ৫শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ফেনীতে পাঠানো হয়।
অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বন্যাকবলিত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ হাতে নিয়েছি। প্রথম ধাপে শুকনো খাবার, পানি,ঔষধ, মোমবাতি ইত্যাদি পাঠিয়েছি। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।