প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৮:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৪, ৭:৪৩ পি.এম
বিএনপির নাম ভাঙ্গিয়ে কোন অপকর্ম বরদাস্ত করা হবে না – অধ্যাপক মামুন মাহমুদ
সম্রাট আকবরঃ
বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১লা সেপ্টেম্বর) বাদ আছর চিটাগাং রোড খানকায়ে জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ।
তিনি বলেন দীর্ঘদিন পর আমরা স্বাধীনভাবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছি। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বিএনপি দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে এই বছরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে।
তিনি আরো বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ যদি চাঁদাবাজি, লুটতরাজ, দখলবাজি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেওয়া হবে। আমরা সবসময় চাঁদাবাজি, দখলবাজি ও লুটপাটের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ কেউ যদি দলের নাম ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড করে তাকে আইনের হাতে সোপর্দ করা হবে । সেই সাথে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। যতদিন এই দেশ থাকবে ততদিন বিএনপি থাকবে। বিএনপি ১৮কোটি মানুষের দল, মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না। বিএনপির নাম ভাঙ্গিয়ে কোন অপকর্ম বরদাস্ত করা হবে না।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত , সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত