সম্রাট আকবরঃ
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন প্রধানের ২৪তম মৃত্যুবার্ষিকী।
২০১৬ সালের ২৪ ডিসেম্বর আওয়ামীলীগ সরকারের দায়ের করা কয়েকটি মিথ্যা রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে অন্তরীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।
২৪ডিসেম্বর মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মরহুম আলী হোসেন প্রধানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, " ১/১১ ষড়যন্ত্রের পরবর্তী সময় থেকে বাংলাদেশে গনতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন সংগ্রামে নারায়নগঞ্জে বিএনপির সাহসী নেতাকর্মীদের মধ্যে আলী হোসেন প্রধানও ছিলেন অন্যতম একজন। অত্যন্ত বিরুপ অবস্থায়ও আলী হোসেন ভাই আমাদের সাথে কাধে কাধ মিলিয়ে রাজপথে ঝাপিয়ে পড়তেন।
২০১৬ সালে সর্বশেষ গ্রেফতারের কিছুদিন পূর্বে স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে ডাকা তেমনি একটি হরতাল কর্মসূচি চলাকালে পুলিশ আমাদের উপর হিংস্রভাবে হামলা করলে পুলিশের প্রচন্ড লাঠি পেটায় এবং এলোপাথাড়ি গুলিতে অনেকের সাথে আলী হোসেন ভাইও মারাত্মকভাবে আহত হয়েছিলেন এবং সেই অবস্থা থেকে সম্পুর্ন সুস্থ না হতেই পুলিশ তাকে গ্রেফতার করে। শারীরিকভাবে অসুস্থ থাকায় এবং যথাযথ চিকিৎসার অভাবে কারাগারে অন্তরীন অবস্থায়ই ৭১ এর স্বাধীনতা যুদ্ধে হার না মানা এই বীরযোদ্ধা আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়ে শাহাদাত বরণ করেন এবং স্বৈরাচারের কবল থেকে চিরমুক্তি লাভ করেন।
আমরা আলী হোসেন ভাইকে গভীর শ্রদ্ধার সাথে স্মরন করছি এবং মহান আল্লাহতায়ালার কাছে ওনার রুহের মাগফেরাত কামনা করছি।