প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৫, ৬:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৪, ১২:৪৫ এ.এম
বিমানবন্দরে পা রাখতেই গ্রেফতার টেলিগ্রামের সিইও
আনাজেত উল্লাহ
প্যারিস বিমানবন্দর থেকে গ্রেফতার টেলিগ্রামের চিফ এক্সিকিউটিভ। শনিবার (৩১ আগস্ট) প্যারিসের কাছে এক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় পাভেল দুরোভকে। রবিবার তাঁকে আদালতে পেশ করা হয়েছে। সূত্রের খবর, টেলিগ্রাম মেসেজিং অ্যাপ সংক্রান্ত অপরাধের অভিযোগেই গ্রেফতার করা হয়েছে সংস্থার সিইও-কে। এরপরই টেলিগ্রাম ব্যবহারকারীদের মনে প্রশ্ন, অ্যাপটিও কি বন্ধ হয়ে যাবে? ফ্রান্স-রাশিয়ান বংশোদ্ভূত পাভেল দুরোভ (৩৯)-কে শনিবার প্যারিসের লে বুগেট বিমানবন্দর থেকে আটক করে ফ্রান্স পুলিশ। জানা গিয়েছে, আজ়ারবাইজান থেকে ফিরছিলেন দুরোভ। সেই সময়ই তাঁকে আটক করা হয়। পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, পাভেল দুরোভের বিরুদ্ধে টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে প্রতারণা, মাদক পাচার, সাইবার বুলিং অপরাধ ও সন্ত্রাসবাদের প্রচারের অভিযোগ আনা হয়েছে। তাঁর প্ল্যাটফর্মে এই ধরনের অপরাধমূলক কার্যকলাপ রুখতে না পারার কারণেই ফ্রান্সের ওএফএমআইএন-র তরফে টেলিগ্রামের সিইও-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রসঙ্গত, এনক্রিপটেড মেসেজিং অ্যাপ টেলিগ্রামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে। প্রতারণা থেকে শুরু করে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস, সেই তথ্য বিক্রির অভিযোগ রয়েছে। তবে টেলিগ্রাম বরাবরই দাবি করেছে, তারা কখনও গ্রাহকদের তথ্য ফাঁস করেনি। বর্তমানে টেলিগ্রামে ৯০০ মিলিয়ন গ্রাহক রয়েছে।
টেলিগ্রামের মূল অফিস দুবাইয়ে হওয়ায়, পশ্চিমা দুনিয়ার বিভিন্ন আইনের মারপ্যাঁচ থেকেও রক্ষা পেত এতদিন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত