মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১১:০০ অপরাহ্ন
সম্রাট আকবরঃ
নারায়ণগঞ্জ জেলায় বসবাসরত বৃহত্তর নোয়াখালীর অন্তর্গত লক্ষীপুর, ফেনী ও নোয়াখালী জেলার সমন্বয়ে গঠিত হয়েছে বৃহত্তর নোয়াখালী ইউনিটি। এই তিন জেলার মানুষের মাঝে সৌহার্দ্য ও একতা গঠনের লক্ষ্যে এই ইউনিটির সূচনা। সোমবার (২৪ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জের গ্রীন গার্ডেন চাইনিজ রেষ্টুরেন্টে এই দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। আবু ছায়েদ শিপন ও সম্রাট আকবর এর সঞ্চালনায় ও বিএনপির কেন্দ্রীয় শ্রমিকদলের সাবেক যুগ্ম সম্পাদক আবুল খায়ের খাঁজার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনর রশীদ হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌস উর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ আল মামুন।
প্রধান অতিথি বলেন, বৃহত্তর নোয়াখালী ইউনিটির মাধ্যমে নারায়ণগঞ্জে বসবাসরত বৃহত্তর নোয়াখালীর জনসাধারণ ঐক্যবদ্ধ হবে। সকলের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক স্হাপনের পাশাপাশি অপরিচিতদের সাথে পরিচিতি বাড়বে। একে অপরের প্রয়োজনে এগিয়ে আসবে এবং যথাসম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। আমি এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বৃহত্তর নোয়াখালী একটি ঐতিহ্যবাহী এবং স্বনামধন্য জেলা। নারায়ণগঞ্জে বসবাসরত বৃহত্তর নোয়াখালীর মানুষের সাথে আমার দীর্ঘদিনের সু- সম্পর্ক। অতীতে আদমজীতে বৃহত্তর নোয়াখালীর লোকজন অনেক ঐক্যবদ্ধ এবং শক্তিশালী ছিলো। আমি আশাবাদী এই সংগঠনের মাধ্যমে আবারো নারায়ণগঞ্জে বসবাসরত বৃহত্তর নোয়াখালীবাসী ঐক্যবদ্ধ এবং শক্তিশালী হবে। আমি আপনাদের পাশে পূর্বে ও ছিলাম এবং ভবিষ্যতে ও থাকবো।
এ সময় সংগঠনের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সাংবাদিক সাইফুল্লাহ খালিদ মো: রাসেল, সাবেক ছাত্রনেতা মো: হারুন অর রশীদ, মোতালিব হীরা,শাহরিয়ার আনোয়ার জুয়েল, এডভোকেট খোরশেদ আলম, জিয়া উদ্দিন বিজয়,এডভোকেট হেলাল উদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর আলম, মানবাধিকার কর্মকর্তা মোরশেদ আলম রানা, লাউ চান, শফিক, আমির হোসেন বাদশা সহ আরো অনেকে।
সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, এটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। নারায়ণগঞ্জ জেলায় বসবাসরত বৃহত্তর নোয়াখালীর মানুষের মাঝে সৌহার্দ্য ও একতা গঠনের লক্ষ্যে ২০২৫ সালে এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে।