মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
রেজাউল করিম কে ডিবি প্রধান কে সরিয়ে দেওয়া হয়েছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান কারামুক্ত  রূপগঞ্জের দুই সাব-রেজিস্ট্রারের বিদায় সংবর্ধনা বিএনপি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে : মামুন মাহমুদ রূপগঞ্জ পূর্বাচল উপশহরে যুবকের মরদেহ উদ্ধার সিদ্ধিরগঞ্জে চোরাই তেলসহ বিএনপি ও কৃষকদল নেতাকে আটক করে ছেড়ে দিল পুলিশ রূপগঞ্জের পূর্বাচল রাজস্ব সার্কেলের বিতর্কিত এসিল্যান্ডের বদলি ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ সমাবেশ তিতাসের সাময়িক বরখাস্ত কর্মকর্তা হারুন শেখ ও তার ছেলে এবং শ্যালকের বিরুদ্ধে হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ সিদ্ধিরগঞ্জে সাংবাদিকের মটরসাইকেল  চুরি, ৭ দিনেও উদ্ধার না হওয়ায় ক্ষোভ 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বিরুদ্ধে।  মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কিশোরীর বাবা।

অভিযুক্ত তাকবির আমান (২৪) ছাত্র সংগঠনটির মহানগর শাখার জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সংগঠক। সিদ্ধিরগঞ্জ ভূমিপল্লী এলাকায় থাকেন তিনি।  অভিযোগে তার আরও কয়েকজন বন্ধুকে অপরাধের সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে ভুক্তভোগীর বাবা উল্লেখ করেছেন, গত ৭ এপ্রিল বিকেলে বাদী ও তার স্ত্রী ঘরের বাইরে থাকার সময় অভিযুক্ত তাকবির আমান তার বাড়িতে ঢুকে তার কন্যাকে ধর্ষণের চেষ্টা করে। পরে তার কন্যার ডাক-চিৎকারে স্থানীয়রা অভিযুক্তকে আটক করলে আমানের বন্ধুরা এসে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

বাদী জানান, তার কন্যা অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন, এক বছর হয়েছে পড়াশোনা ছেড়ে দিয়েছেন।  স্কুলে যাবার পথেও অভিযুক্ত তার কন্যাকে উত্যক্ত করতেন বলেও অভিযোদ বাদীর।

এ বিষয়ে কথা বলতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির নেতা তাকবির আমানের মুঠোফোনের নম্বরে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি।

এবিষয়ে মহানগর সভাপতি মাহফুজ খান মুঠোফোনে বলেন, “ঘটনাটি যেভাবে অভিযোগে উল্লেখ করা হয়েছে বিষয়টি ঠিক তেমন নয়। মেয়ের সাথে ছেলেটির পূর্বপরিচয় ছিল, এখানে ফাঁসানোর চেষ্টা চলছে বলেও জেনেছি। তারপরও পুরো বিষয়টি সঠিকভাবে জানার চেষ্টা করছি আমরা।”

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর আলম বলেন,“অভিযুক্তের সাথে ভুক্তভোগীর পূর্বপরিচয় ছিল। প্রেমের সম্পর্কের কথাও শুনছি। তবে যেহেতু মেয়ের বয়স অনুর্ধ্ব ১৮, তাই বিষয়টি আমরা গুরুত্বের সাথে তদন্ত করছি। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত