dainik rswadesh
- ২৯ মার্চ, ২০২৫ / ১২ বার পঠিত

সম্রাট আকবরঃ
ভাদুর উচ্চ বিদ্যালয় রামগঞ্জ উপজেলার একটি স্বনামধন্য বিদ্যালয়। বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে ভাদুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ। এই পরিষদের সদস্যদের টাকায় স্কুলে অধ্যায়নরত অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে সহযোগিতা করা হয়। এর পাশাপাশি স্কুলে অধ্যায়নরত অস্বচ্ছল পরিবারে ইফতার সামগ্রী, ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিবছরের মতো এবারও ভাদুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের পক্ষ থেকে স্কুলের অস্বচ্ছল শিক্ষার্থীদের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) স্কুলের একটি শ্রেণীকক্ষে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের নেতৃবৃন্দ বলেন, এটা আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই আমাদের মতো আমাদের আশপাশের অস্বচ্ছল পরিবারের লোকজন ও যেন আনন্দে ঈদ উদযাপন করতে পারে।