রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

রূপগঞ্জে গাজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার নারী

 

আবু কাওছার

রূপগঞ্জে ৫ কেজি গাজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ নাজমা বেগম নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত নাজমা বেগম লাভরাপাড়া এলাকার নাঈম মিয়ার স্ত্রী।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ  লিয়াকত আলী জানান, মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে লাভরাপাড়া এলাকায় পুলিশ অভিযান চালায়। এসময় নাঈম মিয়ার বসতঘরে তল্লাশী চালিয়ে ৫ কেজি গাজা ও ৫০ কেজি ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং নাঈমের স্ত্রী নাজমা বেগমকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (০৮ জানুয়ারী)  দুপুরে গ্রেপ্তারকৃত কে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত