মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম

রূপগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ কিশোর গ্রেপ্তার

 

আবু কাওছার

রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ-গন্ধর্বপুর সড়কের গাজী পাইপ কারখানা এলাকা থেকে দেশীয় একটি পিস্তল ও ম্যাগজিনসহ বায়েজিদ হোসেন(১৪) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৫এপ্রিল রাতে রূপগঞ্জ থানা পুলিশের টহলের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। বায়েজিদ কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার মানিকপুর এলাকার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে। সে রূপগঞ্জের কর্ণগোপ এলাকার শফিকুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলো।

রূপগঞ্জ থানা অফিসার ইনচার্জ  লিয়াকত আলী বলেন, বায়েজিদ হোসেনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল)  তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত