মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন
আবু কাওছার
রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের পাঁচাইখা গ্রামের মৎস্য চাষী শাহজালাল মিয়ার পুকুরে বিষ ঢেলে মাছ নিধন, হ্যাচারি ভাঙচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে। ৭এপ্রিল সোমবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়। তাতে রুই, কাতলা, তেলাপিয়া, চাইনিজ পুঁটি ও বিভিন্ন ধরণের মাছের রেনুসহ প্রায় ১০লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে শাহজালাল মিয়া দাবি করেছেন।
পুলিশ জানায়, গত ১৪-১৫ বছর ধরে মৎস্য চাষী শাহজালাল মিয়া পুকুরে মাছ চাষ করে আসছে। কয়েক বছর ধরে পুকুরের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই এলাকার মোকলেছুর রহমানের সাথে শাহজালাল মিয়ার বিরোধ চলে আসছিলো। এর জের ধরে দুর্বৃত্তরা পুকুরে বিষ ঢেলে দিয়ে হ্যাচারী ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এসময় প্রতিবেশি রমজান হোসেন ও জুয়েল মিয়া দুর্বৃত্তদের চিনে ফেলে। একপর্যায়ে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে মোকলেছুর রহমান ও তার সহযোগিরা পালিয়ে যায়।
রূপগঞ্জ থানা অফিসার ইনচার্জ লিয়াকত আলী বলেন, ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীর দায়েরকৃত লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।