বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০১:৪০ অপরাহ্ন

রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি ও লুটপাট

মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ই এম ব্রাদার্স ইক্যুইপমেন্ট নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল প্রতিষ্ঠানের নৈশ প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে গ্যারেজ থেকে কমপক্ষে ৬ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। রূপগঞ্জ  উপজেলার আধুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
 প্রতিষ্ঠানের মালিক ইলিয়াস ভূইয়া জানান, রবিবার(১২ আগষ্ট)  রাত দেড়টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানে ৭/৮ জনের একটি ডাকাতদল  নৈশ প্রহরী মাইনউদ্দিনকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে আটকে রাখে। এসময় ডাকাতরা প্রতিষ্ঠানের গ্যারেজে থাকা মাটি কাটার বেকুর ২০টি ব্যাটারি ও বিভিন্ন যন্ত্রাংশসহ কমপক্ষে ৬ লাখ টাকার  মালামাল লুটে নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত