dainik rswadesh
- ৭ জানুয়ারী, ২০২৫ / ৭০ বার পঠিত

আশা অডিও ভিজুয়্যালের ব্যানারে আগামী ১৬ জানুয়ারী রোজ বৃহস্পতিবার দুপুর ২টায় এস.এ.এফ ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে নাটক “ভেজা চোখ “। নাটকটি রচনা ও সংলাপ করেছেন- মোঃ লোকমান হোসেন, পরিচালনা করেছেন মামুন চৌধুরী রিপন।
নাটকটিতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, নাদিয়া, নরেশ ভূঁইয়া, সানজিদা মিলা, সাবিহা ও নিহান।
নাট্যকার লোকমান হোসেন একান্ত আলাপচারিতায় বলেন, সত্য ঘটনা অবলম্বনে পারিবারিক, মানুষিক দায় নির্ভর নাটকটিকে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। শুধু বাবা মায়েরা সন্তানের জন্য নিজেকে বিসর্জন দেয় না। সন্তানরাও বাবা মায়ের সম্মানের জন্য নিজেদের বিসর্জন দিতে পারে। লেখক এ নাটকটি তা প্রমান করে দেখাতে চেয়েছেন।