dainik rswadesh
- ২৬ আগস্ট, ২০২৪ / ১৬৫ বার পঠিত

আবু কাওছার মিঠু
রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীককে(৭২) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪আগষ্ট) রাতে রাজধানীর শান্তিনগরের তার বাসার নিকটবর্তী বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার অফিসার ইনচার্জ মোল্লা মো. খালিদ হোসেন বলেন, সাবেক ব্স্ত্র ও পাটমন্ত্রীকে শান্তিনগরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি সেখানে আত্মগোপনে ছিলেন। সেখান থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ,আড়াইহাজার, সোনারগাঁ,সিদ্ধিরগঞ্জ থানায় গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নামে পাঁচটি হত্যা মামলা করা হয়েছে।