শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা শাহাদাতের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সম্রাট আকবরঃ 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহাদাত হোসেন ভুঁইয়ার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালিত হয়।

একদল তরুণ ছাত্রদল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গাছ লাগানোর পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা রাখার পরামর্শও দেন শাহাদাত হোসেন ভুঁইয়া।

কর্মসূচি পালন শেষে ছাত্রদল নেতা শাহাদাত বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের ভোটে ক্ষমতায় গেলে ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপন করবে। তারই ধারাবাহিক অংশ হিসাবে আমাদের এই কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া। যেখানে দেশের বনভূমির পরিমাণের মোট আয়তনের ২৫ ভাগে গাছপালা থাকার কথা সেখানে বর্তমানে রয়েছে শুধুমাত্র ১৫.৫৮ শতাংশ। মূলত ব্যাপকহারে বৃক্ষনিধনের কারণে বাতাসে কার্বনডাই-অক্সাইডের পরিমান বেড়ে যাওয়াতে সারা বিশ্বে জলবায়ুর ব্যাপক পরিবর্তন হচ্ছে, যেটা আমাদের সকলের মাথা ব্যাথার কারন হিসেবে দাড়িয়েছে। অনিয়ন্ত্রিত ভাবে গাছকাটার ফলে ব্যাপকহারে প্রাকৃতিক দূর্যোগ, ভূমিধস, বন্যার পরিমান বেড়ে যাচ্ছে। তাই আমরা ছাত্রদলের পক্ষ থেকে গাছ লাগানোর কর্মসূচি অব্যাহত রাখতে চাই।

উক্ত কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রুহী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান, সদস্য মনির হোসেন, জুবায়ের,বাবু সিদ্ধিরগন্জ থানা ছাত্রদল নেতা হাছান, মোহাম্মদ খান,আকাশ, সালামান,ইমরান, নাজমুল,ফাহিম,জাহিদ, আনাস,অভি,সাব্বির,অনু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত