মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০১:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম

সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে আগুনে পুড়লো ২০ দোকান 

সম্রাট আকবরঃ 

সিদ্ধিরগঞ্জে মক্কী নগর মাদ্রাসা সংলগ্ন আজীবপুর শাহী জামে মসজিদ ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (২রা এপ্রিল) ভোররাত আনুমানিক ৪টায় সিদ্ধিরগঞ্জের মক্কীনগর এলাকায় ফার্নিচার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কাচপুর মডার্ণ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, রাত ৪টার দিকে ফার্নিচার মার্কেটটিতে দাউ দাউ করে আগুন দেখতে পান। এসময় তারা কাচপুর ফায়ার সার্ভিসকে ফোন করলে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ততক্ষণে আগুনে মার্কেটের ২০ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় স্থানীয়রাও এগিয়ে আসেন। এসময় সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির কর্মী ও সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ সদস্যরা ও উপস্থিত ছিলেন।

কাচপুর মডার্ণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং মার্কেটের কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা তদন্ত ছাড়া বলা যাবে না।

শহীদ ফার্নিচার মার্ট এর মালিক সাইফুল ইসলাম সোহাগ বলেন, ঈদ উপলক্ষে আমরা দোকান বন্ধ করে রেখেছি। এমনকি দোকান ঘরের বিদ্যুৎ এর বোর্ডের কাটাউট ও খুলে রেখেছি। এলাকার মানুষ ফোন করে মার্কেটে আগুনের খবর দিলে বাড়ি থেকে এসে দেখি মার্কেট পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডে আমার ৭টি দোকান মালামাল সহ পুড়ে গেছে। আমার প্রায় ১৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কিছুদিন পূর্বে অগ্রনী ব্যাংক পাওয়ার হাউজ শাখা থেকে ৮লক্ষ টাকা এবং সিটি ব্যাংক থেকে ১৫ লক্ষ টাকা ঋণ নিয়েছি ব্যবসার জন্য। আমি এখন নি:স্ব হয়ে গেলাম।

আগুন লাগার বিষয় জানতে চাইলে সাইফুল ইসলাম সোহাগ বলেন, এখানে এলাকার কিছু বখাটে ছেলেদের আড্ডা চলে। তারা রাতভর নেশা করে এবং সিগারেট খায়। আমার ধারণা তাদের নেশার পরে সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

সাইফুলের মতো মায়ের দোয়া ফার্নিচারের মালিক জুলহাসের ব্র্যাক ব্যাংক হিরাঝিল শাখায় ১০লক্ষ টাকা ঋণ রয়েছে, আল-আমিন ফার্নিচারের মালিক মিজান এর কৃষি ব্যাংক শিমরাইল শাখায় ৫লক্ষ টাকা ঋণ রয়েছে।

তাদের সকলের দাবি এই অগ্নিকাণ্ডের ঘটনায় সঠিক তদন্ত পূর্বক জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত