সম্রাট আকবরঃ
বুধবার (১৪আগষ্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের খোঁজ খবর নিতে সিদ্ধিরগঞ্জে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান সহ আরো অনেকে ।
এসময় জামায়াতে আমির বলেন, ‘এখন যদি কেউ আবারো এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তা শহীদের রক্তের সাথে বেইমানি হবে।’
এলাকাবাসীর নিকট অনুরোধ করে তিনি বলেন, ‘যারা লুটতরাজ, চাঁদাবাজি করতে আসবে তাদেরকে কোনো ছাড় দিবেন না। ছাড় দেয়ার কোনো প্রশ্নই আসে না। এবার জনগণ প্রমাণ করে দিয়েছে তারা অন্যায়ের সাথে কোনো আপস করে না।’
সুমাইয়ার মেয়ে সুয়াইবার দায়িত্ব নেয়ার কথা জানিয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি আরো বলেন, ‘এই অবুঝ বাচ্চার এখন থেকে বড় হওয়া পর্যন্ত যাবতীয় দায়িত্ব আমরা নিলাম।’
ডা.শফিক আরো বলেন, ‘যারা জালিমের হাতে মৃত্যুবরণ করলেন আল্লাহ তাদের শহীদের মর্যাদা দান করুন। তারা বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করলো তারা দেশে শান্তি চায়। আমরা যেন দেশে শান্তি ফিরিয়ে আনতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।’
সরকার পতনের পর যারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে তাদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা এসব অপকর্মে জড়িত হচ্ছেন তাদের বিনয়ের সাথে বলবো আপনারা শিক্ষা নেন, এখনো মানুষের বুকের চাপা কষ্ট দূর হয়নি। বাড়াবাড়ি যারাই করবেন জনগণ তাদের উচিত শিক্ষা দেবে।’
এরপর জরুরি কাজে ড.শফিকুর রহমান অন্যত্র চলে গেলে অন্যান্য নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জ হাউজিং এ নিহত রিদয় (২৭) এর পরিবারের খোঁজ খবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। এর আগে নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জ হাউজিং জামে মসজিদে আসেন। সেখানে উপস্থিত মুসল্লীদের সাথে নিয়ে বিভিন্ন আলোচনা শেষে নিহত এবং আহতদের জন্য দোয়া ও মোনাজাত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণ পরিচালক সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দীন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার, জেলা জামায়াতের আমির আলহাজ্ব মুমিনুল হক, ঢাকা মহানগরী দক্ষিণ নায়েবে আমির এডভোকেট হেলাল উদ্দিন, মহানগরী নায়েবে আমির মাওলানা আবদুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, জেলা সেক্রেটারি জাকির হোসাইন, মহানগরী সহকারী সেক্রেটারি মো: জামাল হোসাইন, মাওলানা শিহাব উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা (পূর্ব) আমির আলী আক্কাস,সহ সাধারণ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান, ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি আসাদুজ্জামান রাকিব, সেক্রেটারি ইসমাইল হোসাইন, হাউজিং জামে মসজিদের সভাপতি হাফেজ মাওলানা রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তফা সহ জামায়াত ও শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।