প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৯:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১১:০৯ পি.এম
সিদ্ধিরগঞ্জে যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত
সম্রাট আকবরঃ
সিদ্ধিরগঞ্জ থানার ৩নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ঐতিহাসিক ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২২ নভেম্বর) সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের মাদানী চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহান রুবেলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কেএম মাজহারুল ইসলাম জোসেফ। এসময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল প্রধান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, মহানগর যুবদলের সাবেক সহ সম্পাদক আক্তারুজ্জামান মৃধা, এমএম সাগর,মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সহ সভাপতি শাহআলম মাষ্টার, মহানগর ছাত্রদলের সাবেক সহ সম্পাদক সম্রাট আকবর, সহ সভাপতি মানিক, যুবদল নেতা নুর উদ্দিন, জিয়া উদ্দিন, গাজী মাসুম, ফজলুল হক কন্ট্রাক্টর সহ আরো অনেকে।
প্রধান অতিথি বলেন, একটি স্বপ্ন , একটি আদর্শ , একটি মুক্ত গণতন্ত্র চর্চা, মুক্ত অর্থনীতি ও একটি বাকস্বাধীনতার আশা নিয়ে এ বিপ্লব সংঘঠিত হয়েছে। তাই এ বিপ্লবকে বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের সকলের, কারো ব্যক্তি বিশেষের নয়।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ স্বৈরাশাসনের মাধ্যমে বিগত ১৬ বছর দেশকে মাফিয়া চক্রের কাছে জিম্মি করে খুন,গুম,লুটপাট চালিয়েছে। বিএনপি বার বার তাদের ফ্যাসিবাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। তারই ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের ছাত্ররা যে সূচনা করেছে তাতে সকল জনগণ অংশ গ্রহণ করে স্বৈরাচারী শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। পতিতরা যেন কোনভাবে আর ফিরে আসতে না পারে সকলকে সতর্ক থাকতে হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত