সিদ্ধিরগঞ্জে সাংবাদিকের গ্রে রংয়ের হোন্ডা কোম্পানি লি: হোন্ডা হরনেট ১৬০ সিসি মটরসাইকেল চুরি হয়েছে। চুরির ৭ দিনেও মটরসাইকেল উদ্ধার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সাংবাদিকসহ এলাকাবাসী। গত ৪ঠা এপ্রিল সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকার ওসমান গণির বাড়ির গ্যারেজ থেকে মটরসাইকেলটি "হোন্ডা হরনেট"১৬০সিসি"(ঢাকা-মেট্রো-ল-৪৪-৩৫৪০) চুরি হয়। এ ঘটনায় ওই দিনই সাংবাদিক নুরুল আজিজ চৌধুরী সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়, সাংবাদিক নুরুল আজিজ চৌধুরী পরিবার পরিজন নিয়ে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকার ৬ নং সড়কের ৬৫/এ বাড়ীর চতুর্থ তলায় ভাড়ায় বসবাস করছেন। প্রতিদিন কাজ শেষে বাসায় ফিরে বাড়ীর নিচতলায় অন্যান্য ভাড়াটিয়ার মটরসাকেলের সাথে তার মটরসাইকেলটি রাখেন। গত ১ এপ্রিল ঈদের ছুটিতে মটরসাইকেল রেখে আত্মীয়ের বাসায় বেড়াতে যায় সাংবাদিক নুরুল আজিজ। এরপর ৪ তারিখ সকালে এসে দেখে তার মটরসাইকেলটি নেই। এ বিষয়টি কেয়ারটেকার খোকন ও বাড়ীর মালিক ওসমান গণিকে জানানা হলেও তারা কোন কিছুই জানেনা বলে জানায়।
সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দিলে এস আই আশরাফ উজ্জামানকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। ঘটনার ৭দিনেও মটরসাইকেল উদ্ধার না হওয়ায় স্থানীয় সাংবাদিকসহ এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে দ্রুত মটরসাইকেল উদ্ধারের দাবি জানান।
এলাকাবাসী আরও জানায়, এ বাড়ীতে আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেলেও মালিক কোন ব্যবস্থা নেয়নি। নীচ তলা পুরোটাই কারপার্কিং রাখার কথা থাকলেও রাখা হয়নি। দেয়া হয়নি বাড়ির সামনে কোন কেচি গেইট। মালিকের উদাসীনতায় প্রায়ই এমনটি ঘটছে দাবি এলাকাবাসীর। তদন্ত কর্মকর্তা এস আই আশরাফ উজ্জামান জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নীচ তলার সামান্য অংশ ফাঁকা রাখা হয়েছে যেখানে মটরসাইকেল রাখা হয়। নিরাপত্তার জন্য দেয়া হয়নি কোন কলাপ্সিবল গেইট, জানালায় নেই কোন গ্রিল, নেই কোন নাম ফলক। তাছাড়াও একজন মাত্র কেয়ারটেকার রয়েছে। অরক্ষিত জায়গা থেকে চুরি হওয়ায় এর দায় বাড়ির মালিকের উপর বর্তায়। তিনি আরও জানান, বাড়ির মালিক ওসমান গণির কথায় সন্দেহ সৃষ্টি হয়েছে। মটরসাইকেল উদ্ধারে তদন্ত চলমান রয়েছে। দ্রুতই ভাল খবরের আশা করছি।