রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
সম্রাট আকবরঃ
সিদ্ধিরগঞ্জ থানার ৪নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মজিবুর রহমানের ‘র বড় বোন রেহেনা বেগম ২১জানুয়ারী দিবাগত রাত ৩.৩০মিনিটে উত্তর আজীবপুর বাগান বাড়ি নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। রেহেনা বেগম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক মামুন মাহমুদ।
এক শোকবার্তায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “রেহেনা বেগম এর মৃত্যুতে আমি তার পরিবার-পরিজনদের প্রতি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
অধ্যাপক মামুন মাহমুদ শোকবার্তায় রেহেনা বেগম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।