মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
রেজাউল করিম কে ডিবি প্রধান কে সরিয়ে দেওয়া হয়েছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান কারামুক্ত  রূপগঞ্জের দুই সাব-রেজিস্ট্রারের বিদায় সংবর্ধনা বিএনপি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে : মামুন মাহমুদ রূপগঞ্জ পূর্বাচল উপশহরে যুবকের মরদেহ উদ্ধার সিদ্ধিরগঞ্জে চোরাই তেলসহ বিএনপি ও কৃষকদল নেতাকে আটক করে ছেড়ে দিল পুলিশ রূপগঞ্জের পূর্বাচল রাজস্ব সার্কেলের বিতর্কিত এসিল্যান্ডের বদলি ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ সমাবেশ তিতাসের সাময়িক বরখাস্ত কর্মকর্তা হারুন শেখ ও তার ছেলে এবং শ্যালকের বিরুদ্ধে হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ সিদ্ধিরগঞ্জে সাংবাদিকের মটরসাইকেল  চুরি, ৭ দিনেও উদ্ধার না হওয়ায় ক্ষোভ 

সিদ্ধিরিগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি আজিজুল হাকিম গ্রেফতার 

 

সিদ্ধিরগঞ্জে আজিজুল হাকিম নামের সাজাপ্রাপ্ত এক আসামি কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৬ এপ্রিল) সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকা থেকে এএসআই রাশেদুল অভিযান চালিয়ে আজিজুল হাকিম কে গ্রেফতার করেন।

আজিজুল হাকিম ইসলামী ব্যাংক কাঁচপুর শাখার চেক ডিজওনার মামলার সাজাপ্রাপ্ত আসামি। তিনি সিদ্ধিরগঞ্জ ফকির বাড়ি সংলগ্ন মায়ের দোয়া সুপার শপের স্বত্বাধিকারীরা।

সিদ্ধিরগঞ্জ  থানার এএসআই রাশদেুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  সিদ্ধিরগঞ্জ হাউজিং  এলাকায় অভিযান চালিয়ে  সাজাপ্রাপ্ত আসামি আজিজুল হাকিম কে গ্রেফতার করা হয় । তিনি  ইসলামী ব্যাংক কাঁচপুর শাখার চেক ডিজওনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি।

ইসলামী ব্যাংক কাঁচপুর শাখার ম্যানজোর মো. নাজমুল হাসান বলেন, আজিজুল হাকিম ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরশোধ করেননি।  তাকে টাকা পরিশোধ করার জন্য বারবার নোটিশ করা সত্ত্বেও তিনি সাড়া দেননি। তাই আজিজুল হাকিম  এর বিরুদ্ধে চেক ডিজওনার মামলা দায়ের করা হয়। এ মামলায় তিনি সাজাপ্রাপ্ত হন।

আজিজুল হাকিম এর বিরুদ্ধে  সি আর মামলা নং ৮১/২৩, তারিখ ২৫-০৭-২০২৩ সেশন মামলা নং ৬৯২/২৪ দায়ের করা হয়। এই মামলায় আদালতে তিনি সাজাপ্রাপ্ত হন।

আজিজুল হাকিম  এর কাছে ইসলামী ব্যাংক এখনো পর্যন্ত  ১৬৪৬৫০০ টাকা পাওনা রয়েছেন এবং আজিজুল হাকিম  এর বিরুদ্ধে ইসলামী ব্যাংকের আরো চেকের মামলা বিচারাধীন রয়েছে ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত