dainik rswadesh
- ২৫ অক্টোবর, ২০২৪ / ৬৮ বার পঠিত

সম্রাট আকবরঃ
আসন্ন জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২৪ উপলক্ষে ঐতিহ্যবাহী ৩নং ভাদুর ইউনিয়ন ফুটবল দল গঠন সংক্রান্ত আলোচনা ও জার্সি বিতরণ অনুষ্ঠিত। শুক্রবার (২৫ অক্টোবর) বাদ আসর ভাদুর উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে ভাদুর তরুণ ক্লাব। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর -১(রামগঞ্জ) আসনের সাবেক এমপি নাজিম উদ্দীন।
ভাদুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম কাজীর সভাপতিত্বে ও সম্রাট আকবর এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম (ভিপি), রামগঞ্জ উপজেলা বিএনপি নেতা জাকির হোসেন মোল্লা, ইসমাইল হোসেন (ভিপি), উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন পলাশ, ভাদুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোয়াজ্জেম হোসেন পারভেজ, রামগঞ্জ উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি ইসমাইল হোসেন (সোহেল), ভাদুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোর্শেদ আলম, ভাদুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জামির হোসেন জাহিদ, মেজবাহ, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোতালেব হোসেন, দরবেশপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাজীব, টিম কোচ তৌরিদ হাসান, ম্যানেজার শিপন আহমেদ, অধিনায়ক মোবারক হোসেন, সহ অধিনায়ক কাদের, সুমন ব্যাপারী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা বর্তমান ছেলেমেয়েরা প্রায় ভূলে গেছে। খেলাধুলা শরীর চর্চার একটি অংশ তাই আমাদের সবাইকে বয়স অনুযায়ী বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করা দরকার। ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করলে অন্য কোন খারাপ নেশায় পড়ার সম্ভাবনা নেই।
সর্বশেষ প্রধান অতিথি উপস্থিত খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ এবং ভাদুর তরুণ ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।