মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
রেজাউল করিম কে ডিবি প্রধান কে সরিয়ে দেওয়া হয়েছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান কারামুক্ত  রূপগঞ্জের দুই সাব-রেজিস্ট্রারের বিদায় সংবর্ধনা বিএনপি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে : মামুন মাহমুদ রূপগঞ্জ পূর্বাচল উপশহরে যুবকের মরদেহ উদ্ধার সিদ্ধিরগঞ্জে চোরাই তেলসহ বিএনপি ও কৃষকদল নেতাকে আটক করে ছেড়ে দিল পুলিশ রূপগঞ্জের পূর্বাচল রাজস্ব সার্কেলের বিতর্কিত এসিল্যান্ডের বদলি ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ সমাবেশ তিতাসের সাময়িক বরখাস্ত কর্মকর্তা হারুন শেখ ও তার ছেলে এবং শ্যালকের বিরুদ্ধে হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ সিদ্ধিরগঞ্জে সাংবাদিকের মটরসাইকেল  চুরি, ৭ দিনেও উদ্ধার না হওয়ায় ক্ষোভ 

বিএনপি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে : মামুন মাহমুদ

 

সম্রাট আকবরঃ 

বিএনপি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে বলে মন্তব্য করেছেন নারায়নগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ। শনিবার (১২ এপ্রিল)  বিকালে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার ঐতিহাসিক ডিআইটি মাঠে ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে ও  সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিশাল এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মামুন মাহমুদ আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে  নেতাকর্মীদের নিয়ে বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমরা রাজপথ ছেড়ে যাইনি। বিএনপি মানুষের ভোটাধিকারের জন্য সবসময় সংগ্রাম করেছে। বেগম খালেদা জিয়া ৬ বছর জেল খেটেছে, শেখ হাসিনার সাথে আপোষ করেনি। বিএনপি মানুষের সাথে প্রতারণা করে না। বাংলাদেশের মানুষ বিএনপিকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়

এসময় তিনি আরও বলেন আজ যে উচ্ছ্বাস দেখেছি, সেটা একটা নির্বাচনী আমেজের মতো। ব্যান্ডপার্টি ভুভুজেলা নিয়ে এপ্রান্ত থেকে শুরু করে ওপ্রান্তের মানুষ এসেছে। এই যে নির্বাচনী আমেজ আপনাদের মধ্যে দেখতে পেলাম, কিন্তু একটি কথা বলি- বিগত ১৫ বছরে আমাদের অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছে। ফতুল্লার শাওন পুলিশের নির্মম গুলিতে নিহত হয়েছে। নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারেনি। বাবার লাশ কবর দিতে পারেনি। সেইসব নেতাকর্মীদের প্রত্যাশা ছিল ফ্যাসিবাদ সরকার হটিয়ে একটি অবাধ অংশগ্রহনমূলক নির্বাচন৷ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ কে বিদায় করা হয়েছে।

জনগনের ভোটের অধিকার আদায়ের জন্য আমাদের নেতা তারেক রহমান দীর্ঘ ১৫ বছর দেশে আসতে পারেন না, আমাদের নেত্রী ৬ বছর জেল খেটেছেন। কিন্তু এখনো আমাদের দাবি পূর্ণ হয়নি। যতোদিন দাবি পূর্ণ না হবে ততোদিন আমরা ঘরে ফিরে যাবো না।

এই সরকার যেদিন শপথ নিয়েছে সেদিন বলেছিল গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তারা সরে যাবে। বিএনপিও তাদের যৌক্তিক একটি সময় পর্যন্ত অকুণ্ঠ সমর্থন দিয়ে যাবে। কিন্তু নির্বাচন নিয়ে টালবাহানা করলে ছাড় দেয়া হবে না।

অনেকেই বলেন বিএনপি সংস্কার চায় না। আমাদের নেতা তারেক রহমান ২০২৩ সালেই ৩১ দফা দিয়েছেন। যেখানে সংস্কারের সব কথা বলা হয়েছে।
অবৈধ হাসিনা সরকার বিগত সময়ে জনগনের জন্য কাজ করেননি। এই আসনের সাবেক সাংসদ ফতুল্লার মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন আর বড় বড় কথা বলেছিলেন। আর বিদেশে টাকা পাচার করেছিলেন। এইগুলো শেখ হাসিনার নির্দেশেই করা হয়েছিল। দেশের মানুষের পকেটের টাকা তারা বিদেশে পাচার করে মানুষকে দরিদ্র থেকে আরো দরিদ্র করেছে। দেশলে তলাবিহীন ঝুড়িতে পরিনত করেছিল।

জিয়াউর রহনান করেছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, আর খালেদা জিয়া ক্ষমতা গ্রহন করে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি ক্ষমতায় আসলে জনগনের জন্য কাজ করে। আগামিতে বিএনপি ক্ষমতা আসলে আবারো জনগনের উন্নয়ণে কাজ করবে। বিএনপি মানুষের ভোটাধিকারে বিশ্বাস করে। আমাদের নেত্রী ৬ বছর জেল খাটলেও স্বৈরাচারী হাসিনার সাথে আপোষ ক্ক্রেননি, ৯ বছর আন্দোলন করলেও এরশাদের সাথে আপোষ করেনি। বিএনপি মানুষের উন্নয়নের চিন্তা করে। আমরা বিশ্বাস করি আগামিতে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, যে বির্বাচনে ভালো মানুষ এমপি নির্বাচিত হবে। আমরা চাইনা আবারো কোন গড ফাদার জন্ম হোক। আগামিতে কেমন এমপি চান, সেটা আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে, আপনারা যাকে চান নারায়ণগঞ্জের পাঁচটি আসনে তাদেরকে দল মনোনয়ন দেবে। আমরা সন্ত্রাসের কলঙ্ক ঘুচিয়ে একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়তে চাই। আমরা বিদেশে গাড়ি বাড়ি করে আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চাই না আপনাদের পাশে থাকতে চাই।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির প্রথম যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুলগ্ম-আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, অকিল উদ্দিন ভুঁইয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত