রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন

রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুই ভাইয়ের পর বাবা ও বোনের মৃত্যু

 

আবু কাওছার

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই ভাইয়ের পর বাবা বাবুল হোসেন(৪৫) ও ছোট বোন তাসলিমা আক্তারের(১২) মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (৩১ অক্টোবর)  সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতদের চাচা মঙ্গল মিয়া। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার নবিগঞ্জ থানার ছোট সাকুয়া গ্রামে। তারা দীর্ঘদিন ধরে ডহরগাঁও জুলেখা বেগমের বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছে। তারা রূপগঞ্জের ফকির ফ্যাশন পোশাক কারখানার শ্রমিক।

নিহতদের চাচা মঙ্গল মিয়া বলেন, গত ২৫অক্টোবর রাতে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকার জুলেখা বেগমের ভাড়া বাড়িতে কয়েলে আগুন ধরাতে গেলে লিকেজ গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় তার ভাই মোহাম্মদ বাবুল হোসেন(৪৭), ভাইয়ের স্ত্রী- সেলিনা বেগম(৩৭), ভাতিজা-মোহাম্মদ ইসমাইল মিয়া(১৬), সোহেল মিয়া(২৫), ভাইয়ের মেয়ে- তাসলিমা আক্তার(১২) ও ভাতিজার স্ত্রী- মুন্নী আক্তার(২২) দগ্ধ হয়। গতকাল বৃহস্পতিবার বাবুল হোসেন ও তাসলিমার আক্তারের মৃত্যু হয়। বাকি দুই জনের অবস্থাও সংকটাপন্ন।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান মিজান বলেন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ২৯অক্টোবর বড় ভাই সোহেল মিয়া(২৫) ও ছোট ভাই -মোহাম্মদ ইসমাইল মিয়ার(১৬) মৃত্যু হয়। এই নিয়ে গ্যাস লাইনের বিষ্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো চার জনে। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত