সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানার মালামাল চুরি ও কর্মচারীদের মারধরের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২রা নভেম্বর) রাতে নাসিক ৮নং ওয়ার্ডের ধনকুন্ডা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেছে।
স্টিচ বিডি নিটওয়্যার লিমিটেড নামক পোশাক কারখানার এইচআর ম্যানেজার মামলার বাদী। রবিবার (৩রা নভেম্বর) দেলোয়ার হোসেন খোকন কে আদালতে পাঠায়। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের জসলকুড়ি এলাকার স্টিচ বিডি নিটওয়্যার লিমিটেড নামক পোশাক কারখানা থেকে ২৭ অক্টোবর রাতে পোশাক বোঝাই একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ম-১১-৬৯৭১)জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় খোকনসহ তার সহযোগীরা। যার আনুমানিক মূল্য ৫লক্ষ টাকা।
এসময় গাড়ীর চালক ও তার সহযোগীকে মারধর ও গাড়ীটি ভাঙ্গার বিষয় উল্লেখ করা হয়েছে। কাভার্ড ভ্যান ক্ষতির মূল্য ৮০০০০/টাকা। এছাড়া কারখানাটি বন্ধ করে দেওয়ার হুমকি দেয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
দেলোয়ার হোসেন খোকন ছাড়া ও মো: নুরুজ্জামান (৩০), মো: দিদার (২৫),মো: ডাবলু(২৮),মো: বাবুল(৩০) সহ অঞ্জাত ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।
দেলোয়ার হোসেনের খোকনের সমর্থকেরা দাবি করেন, আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে খোকনের অংশগ্রহণে প্রতিবন্ধকতা তৈরি করতে ৮নং ওয়ার্ডের যুবদলের কিছু নেতাকর্মীরা ষড়যন্ত্রমূলক এই মিথ্যা মামলা দায়েরে সহযোগিতা করেছেন।
দেলোয়ার হোসেন খোকন বলেন, ফ্যাসিস্ট আওয়ামিলীগ সরকার পতনের পরও ঘাপটি মেরে কিছু দোসর এখনো রয়েছে এলাকায়। তারা চায়না জাতীয়তাবাদী শক্তি সফল হোক। তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আগামী দিনে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।