শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন

সাবেক এমপি ও হাজী সেলিমের পুত্র সোলায়মান গ্রেফতার

হাজী সেলিমের ছেলে এবং ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে চকবাজার থানা-পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোলাইমান সেলিমকে বুধবার রাতে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। চকবাজার থানার হত্যা মামলায় সোলাইমান সেলিমের ১০ দিনের রিমান্ডে আবেদন করা হবে।

গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর সোলাইমান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলেছিলেন। তবে ১ সেপ্টেম্বর তাঁর বাবা সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়।

সোলাইমান সেলিম বাবা হাজী সেলিমের পরিচয়ে রাজনীতিতে আসেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন সোলাইমান সেলিম। দশম ও একাদশ জাতীয় সংসদে আসনটির এমপি ছিলেন তাঁর বাবা হাজী সেলিম।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত