রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

প্রিয়ম কাচপুরীর জন্মদিন উপলক্ষে কম্বল বিতরণ

module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Night; ?cct_value: 0; ?AI_Scene: (-1, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নারায়ণগঞ্জ জেলার  ফতুল্লা থানাধীন তুষারধারা এলাকায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন প্রিয়ম গ্রুপের চেয়ারম্যান হাফেজ মাওলানা হাবীব উল্লাহ কাচপুরী।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে ফতুল্লার তুষারধারা আবাসিক এলাকায় কেএমএস টাওয়ারে  প্রিয়ম কাচপুরীর জন্মদিন উপলক্ষে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় প্রিয়ম গ্রুপের চেয়ারম্যান হাফেজ মাওলানা হাবীব উল্লাহ কাচপুরী উপস্থিত থেকে নিজ হাতে দরিদ্রদের মাঝে  কম্বল বিতরণ করেন।

চেয়ারম্যান হাবীব উল্লাহ কাচপুরী বলেন,মানুষ মানুষের জন্য। অসহায় মানুষের পাশে বিত্তবানরা সাহায্যদান করলে সমাজে গরীবলোকগুলাে উপকৃত হবে।

এছাড়াও হাবীবউল্লাহ কাচপুরী তার একমাত্র পুত্র  আলহাজ্ব প্রিয়ম কাচপুরীর জন্মদিন উপলক্ষে সোমবার নিজ বাস ভবনে ও বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ করেন ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত